এবার রংপুরে ৩ ‘গাছমানবের’ সন্ধান
আলোকিত প্রতিবেদক : এবার রংপুরের পীরগঞ্জে ‘গাছমানব’ রোগে আক্রান্ত তিনজনের সন্ধান পাওয়া গেছে।
তারা হলেন : উপজেলার আবদুল্লাহপুর এলাকার বাছেদ আলী (৫৫), তার ছোট ভাই তাজুল ইসলাম (৪০) ও তাজুল ইসলামের ছেলে রুহুল আমিন (৮)।
বুধবার তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
আক্রান্তরা সাংবাদিকদের জানান, জন্মের পর থেকেই তাদের হাত-পায়ে এ রোগের লক্ষণ দেখা দেয়। বাছেদ গত বছর রংপুরের একটি ক্লিনিকে ভর্তি হলে ডাক্তার তার হাঁটুর নিচ থেকে দুই পা কেটে ফেলেন।