‘দারিদ্র্য লালন করে ক্ষুদ্রঋণের ব্যবসায়ীরা সম্পদশালী হয়েছে’
আলোকিত প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে ক্ষুদ্রঋণের নামে দারিদ্র্য লালন-পালন করা হয়েছে। আর যারা ক্ষুদ্রঋণের ব্যবসা করেছে, তারা সম্পদশালী হয়েছে।
বৃহস্পতিবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ব্র্যাক ও গ্রামীণ ব্যাংক নাকি প্রতি বছর ১ শতাংশ করে দারিদ্র্য হ্রাস করেছে। ব্র্যাক এ দেশে কাজ শুরু করে ১৯৭২ সালে। গ্রামীণ ব্যাংক ৮৫ সাল থেকে। এই দুই জায়গা থেকে যদি বছরে ১ শতাংশ করে দারিদ্র্য হ্রাস পেয়ে থাকে, তাহলে এত দিনে বাংলাদেশে তো দারিদ্র্য থাকার কথা নয়। শূন্যের কোটায় চলে যাওয়ার কথা।