দেশ থেকে প্রচুর টাকা পাচার হচ্ছে : দুদক

আলোকিত প্রতিবেদক : দুদক কমিশনার জহুরুল হক বলেছেন, এটা বাস্তব, বাংলাদেশ থেকে প্রচুর টাকা পাচার হচ্ছে। দেশের জন্য এটা বড় ধরনের সমস্যা।

তিনি বলেন, অর্থ পাচারের ব্যাপারে হাইকোর্ট আমাদের কাছে লিস্ট চাচ্ছে। আমরা লিস্টগুলো খুঁজব। কোর্ট যে অ্যাকশন নিতে বলবে, সেই অ্যাকশন নেব।

বুধবার দুর্নীতি দমন কমিশনের নবনিযুক্ত চেয়ারম্যান মঈনউদ্দীন আবদুল্লাহ ও কমিশনার জহুরুল হক একত্রে সাংবাদিকদের সাথে কথা বলেন।

দুদক চেয়ারম্যান বলেন, দুর্নীতি দমনের জন্য সুনির্দিষ্ট আইন আছে। দুর্নীতি যাতে কম হয় বা নিশ্চিহ্ন করা যায়, সেই উদ্দেশ্য থাকবে।

দুদকের অনুসন্ধান ও তদন্ত কাজে দীর্ঘসূত্রতা প্রসঙ্গে তিনি বলেন, কোন কোন অনুসন্ধান বা তদন্তে যে দীর্ঘসূত্রিতা আছে, তা যতখানি সম্ভব কমিয়ে আনব।

চেয়ারম্যান বলেন, আমরা কেউ চাই না যে সমাজে দুর্নীতি থাকুক। আমাদের কর্মকাণ্ডেও যেন সেটা থাকে।

সবার অবস্থান থেকে দুর্নীতি দমনে আমাদেরকে সহযোগিতা করবেন। বিশেষ করে গণমাধ্যম। আপনারা সমাজের দর্পণ।

তিনি আরও বলেন, আমাদের উদ্দেশ্য জনগণের আকাঙ্ক্ষা পূরণ করা। এসব বিষয় নিয়ে আমরা কমিশনে আলোচনা করব।

কমিশনার বলেন, দুই-চার মাস গেলেই বুঝতে পারবেন যে কমিশন যথেষ্ট অ্যাকটিভ। দুর্নীতি একশত ভাগ বন্ধ হবে না। তবে কমানোর চেষ্টা করব।

আরও খবর