ইউক্রেনের শিশু হাসপাতালে রাশিয়ার বোমা হামলা, আহত ১৭

ডেস্ক নিউজ : ইউক্রেনের মারিউপোল শহরের শিশু ও প্রসূতি হাসপাতালে রাশিয়ার বোমা হামলায় ১৭ জন আহত হয়েছে।

বৃহস্পতিবার বিবিসি ও বার্তা সংস্থা এপির খবরে এ তথ্য তুলে ধরা হয়।

শহর কর্তৃপক্ষ জানায়, হামলায় হাসপাতালের শিশু ও প্রসূতি বিভাগসহ ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে।

এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি টুইট বার্তায় বলেছেন, নৃশংসতা, ধ্বংসাবশেষের নিচে মানুষ, শিশুরা চাপা পড়েছে।

তিনি আরও বলেন, হাসপাতালে কেউ কি রাশিয়ার সমালোচনা করেছে? যদি না করে থাকে, তাহলে হামলার কি ছিল? হাসপাতালে নাৎসিবাদ দূর করার কি আছে?

ইউক্রেনে সামরিক অভিযানের আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশটি থেকে নাৎসিবাদ দূর করার কথা বলেছিলেন।

আরও খবর