দিনে ২০-৩০ হাজার মানুষ কিডনি রোগে আক্রান্ত হচ্ছে : স্বাস্থ্যমন্ত্রী
আলোকিত প্রতিবেদক : স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনায় দিনে ২০ জন মানুষ মারা গেলে আমরা কত চিন্তায় থাকি। অথচ কিডনির অসুস্থতায় দিনে ৭০ থেকে ৮০ জন ও ক্যান্সারে ২০০ থেকে ৩০০ মানুষ মারা যাচ্ছে।
তিনি বলেন, সেগুলো নিয়ে আমরা খুব বেশি সচেতন থাকি না। এই রোগগুলো নিয়ে আমাদের আরও সচেতন হতে হবে।
বৃহস্পতিবার জাতীয় কিডনি ইনস্টিটিউটে বিশ্ব কিডনি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় মন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, দেশে এখন প্রায় দুই কোটি ব্যক্তি কিডনি রোগে আক্রান্ত আছেন। প্রতিদিন গড়ে ২০ থেকে ৩০ হাজার মানুষ আক্রান্ত হচ্ছে।
মন্ত্রী আরও বলেন, আমরা দেশের প্রতিটি জেলায় আলাদা করে ১০ বেডের ডায়ালাইসিস ও ১০ বেডের আইসিইউ বেড করার কাজ হাতে নিয়েছি। এগুলো হলে মানুষ ব্যয়বহুল চিকিৎসা বিনামূল্যে গ্রহণ করতে পারবে।
সভায় সভাপতিত্ব করেন ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস এন্ড ইউরোলজির পরিচালক মিজানুর রহমান।