চট্টগ্রামে স্বরাষ্ট্রমন্ত্রীর অনুষ্ঠানে হাতাহাতি ও চেয়ার ছোড়াছুড়ি
আলোকিত প্রতিবেদক : চট্টগ্রামের বোয়ালখালীতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের উপস্থিতিতে হাতাহাতি ও চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটেছে।
শনিবার বিকেলে নিরাপত্তার নামে পুলিশ উপস্থিত দর্শকদের কিল-ঘুষি ও লাঠিপেটা করে। এ নিয়ে চেয়ার ছোড়াছুড়ি হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে সকাল থেকে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। দুপুর থেকে অনুষ্ঠানস্থলে বিভিন্ন এলাকা থেকে দর্শক ও ১৪ দলের নেতা-কর্মীরা জড়ো হতে থাকেন।
বিকেল চারটার দিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল উপস্থিত হলে বোয়ালখালী থানার ওসি (তদন্ত) মো. আলমগীরের নেতৃত্বে নিরাপত্তার নামে দর্শকদের ধাক্কা ও কিল-ঘুষি মারে পুলিশ।
এ সময় ছাত্রলীগের একটি বিশাল মিছিল অনুষ্ঠানে ঢুকে পড়লে প্রটোকল ভেঙে যায়। দেখা দেয় বিশৃঙ্খলা।
পরে জাতীয় সংগীত পরিবেশন শুরু হলে তা হাতাহাতিতে রূপ নেয়।
অতঃপর জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দীন আহমদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
অনুষ্ঠান সুশৃঙ্খল করতে না পারায় স্থানীয় সাংসদ ও জাসদ নেতা মঈন উদ্দীন খান বাদল স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দুঃখ প্রকাশ করেন।