চিকিৎসার অভাবে একটি মাও যেন না মারা যায় : চুমকি

আল-আমিন দেওয়ান, কালীগঞ্জ : মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, বর্তমান সরকার স্বাস্থ্য খাতে বিশেষ নজর দিচ্ছে। দেশের একটি মাও যেন চিকিৎসার অভাবে মৃত্যুবরণ না করে। কারণ সরকার মাতৃমৃত্যুর হার কমিয়ে আনতে আন্তরিকভাবে চেষ্টা করে যাচ্ছে।

গাজীপুরের কালীগঞ্জ পৌর এলাকায় কালীগঞ্জ ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

তিনি আরও বলেন, দেশে এক সময় কমিউনিটি ক্লিনিক চালু ছিল। পরে তা বন্ধ হয়ে গেলেও আওয়ামী লীগ সরকার তা পুনরায় চালু করেছে। প্রতিটি কমিউনিটি ক্লিনিকে বিনামূল্যে ওষুধের ব্যবস্থা করেছে।

হাসপাতালের চেয়ারম্যান ডা. মো. আরমান হোসেনের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পরিমল চন্দ্র ঘোষের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল গনি ভূঁইয়া, ডা. ইশতিয়াক আহম্মেদ মাসুম প্রমুখ।

আরও খবর