গাইবান্ধায় শিশুকে গুলি : সাংসদ লিটনের বিরুদ্ধে চার্জশিট

আলোকিত প্রতিবেদক : গাইবান্ধার সুন্দরগঞ্জে শিশু শাহাদাত হোসেনকে গুলি করার মামলায় সরকার দলীয় সাংসদ মনজুরুল ইসলাম লিটনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে পুলিশ।

রবিবার গাইবান্ধার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ চার্জশিট দেওয়া হয়।

এর আগে সাংসদ স্থায়ী জামিন পান।

গত বছরের ২ অক্টোবর সাংসদ লিটনের ছোড়া গুলিতে উপজেলার গোপালচরণ গ্রামের শিশু শাহাদাত গুলিবিদ্ধ হয়। পরদিন রাতে শিশুটির বাবা সাজু মিয়া সাংসদকে আসামি করে সুন্দরগঞ্জ থানায় একটি মামলা করেন।

পরে ১৪ অক্টোবর রাতে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে সাংসদকে ডিবি পুলিশ গ্রেফতার করে।

২৪ দিন জেল খেটে তিনি জামিনে মুক্তি পান।

আরও খবর