কাপাসিয়ায় মৃত চিকিৎসাকর্মী ও নারীর শরীরে করোনা মেলেনি

আলোকিত প্রতিবেদক : গাজীপুরের কাপাসিয়ায় জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্টে মৃত দুজনের শরীরে করোনা ভাইরাস মেলেনি।

শুক্রবার সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় বিষয়টি নিশ্চিত করে।

গত ৭ এপ্রিল রাতে টোক ইউনিয়নের উলুসারা গ্রামের সুরুজ আলীর ছেলে সেলিম (২৬) জ্বর ও সর্দি-কাশিতে মারা যান।

তিনি ডিপ্লোমা অধ্যয়ন শেষে নারায়ণগঞ্জের একটি হাসপাতালে ইন্টার্নশিপ অবস্থায় অসুস্থতা নিয়ে বাড়িতে এসেছিলেন।

তার মৃত্যুর পর স্থানীয় ইউপি মেম্বার শফিকুল ইসলাম কবির ফেসবুকে এলাকা লকডাউনের ঘোষণা দিলে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

অপরদিকে গত ৬ এপ্রিল সকালে তরগাঁও পূর্বপাড়া এলাকার মাসুদ মিয়ার স্ত্রী নিলুফা ইয়াসমিন (৩৫) শ্বাসকষ্টে মারা যান।

এ ঘটনায় অধিক সতর্কতা হিসেবে তাদের বাড়ি লকডাউন অর্থাৎ লোকজনের আসা-যাওয়া বন্ধ করে দেওয়া হয়।

টিএইচও কার্যালয় জানায়, চিকিৎসাকর্মী সেলিম ও নিলুফার রক্তের নমুনা সংগ্রহ করে ঢাকার আইইডিসিআরে পাঠানো হয়। তবে কারও শরীরে করোনা পজেটিভ আসেনি।

এ ছাড়া করোনা ভাইরাস সন্দেহে আরও ২২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। করোনার উপসর্গ দেখা দিলে পরীক্ষা করে নিশ্চিত হওয়ার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

আরও খবর