গাজীপুরের দরগারচালায় বনভূমি উদ্ধার
সাইফুল ইসলাম ও মেহেদী হাসান সবুজ : গাজীপুরে মূল্যবান বনভূমি দখল প্রতিরোধ করেছে রাজেন্দ্রপুর রেঞ্জের ভবানীপুর বিট অফিস।
শুক্রবার বিভাগীয় বন কর্মকর্তা কাজল তালুকদারের নির্দেশে বিট কর্মকর্তা নাজিম উদ্দিন অভিযানে নেতৃত্ব দেন।
বিট কর্মকর্তা আলোকিত নিউজকে জানান, মেম্বারবাড়ির দরগারচালা এলাকার বিল্লাল হোসেন সিএস ৮৫৪ নং দাগের প্রায় চার শতাংশ বনভূমি দখল করে স্থাপনা নির্মাণ করছিলেন।
খবর পেয়ে সকালে অভিযান চালিয়ে পিলার ও টিনের চালা উচ্ছেদ করা হয়। সেখানে এখন চারা রোপণ করে বনায়ন করা হবে।
অভিযানে সঙ্গীয় ফোর্স ছিলেন বনপ্রহরী কামরুজ্জামান মোল্লা, মশিউর রহমান, মাকসুদুর রহমান, সুভাষ দাস প্রমুখ।