আ.লীগ আমলে ২২ ফাঁসির আসামি রাষ্ট্রপতির ক্ষমা পেয়েছে : রিজভী
আলোকিত প্রতিবেদক : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, পরিসংখ্যান অনুযায়ী স্বাধীনতার পর এ পর্যন্ত ২৫ জন ফাঁসির আসামি রাষ্ট্রপতির ক্ষমা পেয়েছে।
এর মধ্যে ২২ জন ক্ষমা পেয়েছে এই ভোটারবিহীন সরকারের আমলে।
তিনি বলেন, লক্ষ্মীপুরের বিএনপি নেতা নুরুল ইসলাম হত্যাকান্ডে আওয়ামী লীগ নেতা আবু তাহেরের ছেলের ফাঁসি মওকুফের ঘটনায় দেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।
নাটোরের আলোচিত গামা হত্যা মামলায় আদালত ২০ আসামিকে দন্ড দিলেও রাষ্ট্রপতি দন্ড মওকুফ করে মুক্তি দেওয়ার পর আওয়ামী লীগের নেতারা আসামিদের ফুল দিয়ে সংবর্ধিত করার দৃশ্য দেখে দেশবাসী হতবাক হয়েছে।
নাটোরের বিএনপি নেতা ও উপজেলা চেয়ারম্যান সানাউল্লাহ নূরের হত্যাকারীরাও সাজা মওকুফ পেয়ে এখন এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে।
এভাবে দন্ডপ্রাপ্ত আসামিদের দন্ড রাষ্ট্রপতি মওকুফ করে দেওয়ার ঘটনায় খুনিরা আরও উৎসাহিত হচ্ছে।
মঙ্গলবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন।