গাজীপুরে এসপি হারুন ও ওসি রেজাউলসহ ১৮ জনের বিরুদ্ধে আদালতে মামলা

আলোকিত প্রতিবেদক : গাজীপুরের আলোচিত পুলিশ সুপার হারুন-অর রশীদসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

গাজীপুরের প্রথম যুগ্ম জেলা জজ আদালতে সোমবার এ দেওয়ানি মামলা করা হয়। মামলা নং ১৬৪ (১৬)।

মামলার বাদী মহানগরীর ভোগড়া গ্রামের দেলোয়ার হোসেন।

মামলায় জোরপূর্বক জমি রেজিস্ট্রি করিয়ে পৌনে চার কোটি টাকা আত্মসাৎ ও সৃজিত দলিল বাতিলের আবেদন করা হয়।

পুলিশ সুপারের সাথে বিবাদী অন্য তিন পুলিশ কর্মকর্তা হলেন জয়দেবপুর থানার ওসি খন্দকার রেজাউল হাসান, এসআই আকরাম হোসেন ও ডিবির এসআই মিটু শেখ।

মামলার বিবরণে বলা হয়, বিবাদীরা পরস্পর যোগসাজশে বাদীকে জিম্মি করে পাঁচ কোটি টাকা মূল্যের জমি পাওয়ারনামা রেজিস্ট্রি করেন। পরে তাকে এক কোটি ২৫ লাখ টাকা দিয়ে তাড়িয়ে দেওয়া হয়। এ নিয়ে মামলার চেষ্টা করলে তার মেয়ে অ্যাডভোকেট দিলারা সুলতানা সেতুকে গ্রেফতার ও বাসার মালামাল লুট করা হয়।

আরও খবর