কাপাসিয়ায় করোনা বিষয়ে ৫০ স্বাস্থ্যকর্মীকে প্রশিক্ষণ

নিজস্ব প্রতিবেদক, কাপাসিয়া : গাজীপুরের কাপাসিয়ায় করোনা বিষয়ে ৫০ কমিউনিটি হেলথকেয়ার প্রোভাইডারকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

রবিবার উপজেলা প্রশাসনের আয়োজনে ও পরিবার পরিকল্পনা বিভাগের সহযোগিতায় তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়।

এতে মাঠ পর্যায়ে করোনা ভাইরাস থেকে সুরক্ষা, আক্রান্তদের স্বাস্থ্যবিধি এবং পরিবারের সদস্য ও প্রতিবেশীদের করণীয় বিষয়ে আলোকপাত করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসমত আরার সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে টেলি কনফারেন্সে বক্তব্য রাখেন সংসদ সদস্য সিমিন হোসেন রিমি।

প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুর রহিম এবং ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শামসুল ইসলাম শাওন।

আরও খবর