সরকারের সিদ্ধান্তে আমরা হতাশ ও ক্ষুব্ধ : মির্জা ফখরুল

আলোকিত প্রতিবেদক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিকে ক্ষমা করে বিদেশে পাঠিয়ে দিচ্ছে। অথচ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য কোন মানবতা-শিষ্টাচার কাজ করে না।

তিনি বলেন, সরকারের এই সিদ্ধান্তে আমরা হতাশ ও ক্ষুব্ধ। যে যুক্তিতে এই সিদ্ধান্ত, তা যৌক্তিক বলে মনে করি না।

করোনায় আক্রান্ত খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ নিতে তার ভাই শামীম এস্কান্দারের করা আবেদন রবিবার নাকচ করে দিয়েছে সরকার।

পরে রাত আটটার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়াকে দেখে এসে বসুন্ধরা আবাসিক এলাকার ৩০০ ফুট সড়কে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এসব কথা বলেন।

তিনি আরও বলেন, খালেদা জিয়া স্বাভাবিক শ্বাস-প্রশ্বাস নিতে পারবেন। ফুসফুস থেকে তরল বের হওয়ায় একটি নল মুখ দিয়ে ভেতরে নেওয়া হয়েছে।

চিকিৎসকেরা বলেছেন, খালেদা জিয়ার আরও ভালো চিকিৎসা দরকার। তিনি এখনো ঝুঁকির মধ্যে আছেন।

আরও খবর