গাজীপুরে উস্কানির মামলায় স্বেচ্ছাসেবক দলের কর্মী গ্রেফতার
আলোকিত প্রতিবেদক : গাজীপুরে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়েরকৃত মামলায় মহানগর স্বেচ্ছাসেবক দলের এক কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
অভিযুক্ত হোসাইন আহমেদ শাকিল (২৪) নগরীর ২৬ নং ওয়ার্ডের মদিনা নগর এলাকার মুক্তারটেকের বাসিন্দা।
উত্তর ছায়াবীথি এলাকার মতিউজ্জামানের ছেলে ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক এস এম আলিনুজ্জামান বাঁধন বাদী হয়ে সদর থানায় মামলাটি করেন।
এজাহারে বলা হয়, শাকিল তার ফেসবুক আইডিতে বিভিন্ন সময়ে আইন-শৃঙ্খলার অবনতি ঘটানোর জন্য সরকারবিরোধী আক্রমণাত্মক ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের জন্য উস্কানিমূলক স্ট্যাটাস দেন।
হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হককে গ্রেফতারের তীব্র নিন্দা জানিয়ে ও নিঃশর্ত মুক্তি দাবি করে তিনি আবারও স্ট্যাটাস দেন।
স্ট্যাটাসটি হল-ওরা লকডাউন এর নাম দিয়ে একের পর এক আলেম সমাজকে গ্রেফতার, খুন, গুম এবং হয়রানি করছে!! এর দাতভাঙ্গা জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। মনে রাখতে হবে ভুলে গেলে চলবে না, ১৭ই রমজান বদর যুদ্ধ শুরু হয়েছিল। অতএব ভয় কিসের মরলে শহীদ বাচলে গাজী জেগে উঠো ইসলাম প্রিয় জনতা গর্জে উটবে বাংলাদেশ।
বদরযুদ্ধের মত স্পর্শকাতর বিষয়কে টেনে আলেম সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে আইন-শৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা করায় রাষ্ট্রের সাধারণ নাগরিক হিসেবে বাদী শঙ্কিত।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, শাকিলকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।