কেউ টাকা দিলেও গ্রহণকারীদের ভোট স্বাধীনভাবে দিতে বলবেন : সিইসি
আলোকিত প্রতিবেদক : প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, গাজীপুরের নির্বাচন আমাদের কাছে অত্যধিক গুরুত্বপূর্ণ। কারণ আগামীতে সংসদ নির্বাচন হবে।
তিনি বলেন, এত বড় পরিসরের একটা নির্বাচন জাতীয়ভাবে অনেক গুরুত্ব বহন করবে বলে মনে করি। এ জন্যই নির্বাচনটা একটা মডেল হোক।
বুধবার নগরীর শহীদ আহসান উল্লাহ মাস্টার অডিটরিয়ামে সিটি করপোরেশন নির্বাচনের মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় সিইসি এসব কথা বলেন।
তিনি বলেন, মাঠে যখন খেলা হবে, দুই পক্ষকেই খেলতে হবে। আমি যদি কালো টাকা বিতরণ করে থাকি, আরেকজনকে প্রতিহত করার চেষ্টা করতে হবে।
সিইসি বলেন, কালো টাকা নিয়ে কেউ মাথা ঘামাবেন না। যদি মনে করেন কন্ট্রোল করতে পারছেন না, তাহলে কালো টাকা গ্রহণকারীদের বলে দেবেন, টাকা নিলেও ভোটটা কিন্তু স্বাধীনভাবে দিয়েন।
সভায় রিটার্নিং অফিসার ফরিদুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার মো. আলমগীর, নির্বাচন কমিশনের সচিব জাহাঙ্গীর আলম, ঢাকা বিভাগীয় কমিশনার সাদিরুল ইসলাম, জেলা প্রশাসক আনিসুর রহমান, মহানগর পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম ও জেলা পুলিশ সুপার কাজী শফিকুল আলম।
রিটার্নিং অফিসারের স্টাফ অফিসার জাকির হোসেনের সঞ্চালনায় আচরণবিধির নানা দিক নিয়ে আলোচনা করেন জেলা নির্বাচন কর্মকর্তা কামরুল হাসান।