কাশ্মীরে ব্যাপক ছররা গুলি : গ্রেফতার ৫ শতাধিক
ডেস্ক নিউজ : কাশ্মীরে কারফিউ জারি করে মিডিয়া ও ইন্টারনেটসহ মানুষের চলাচলের ওপর নিয়ন্ত্রণ আরোপ করেছে ভারত।
সেখানে বিপুল সংখ্যক সেনা মোতায়েন করার পরও বিক্ষিপ্তভাবে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন মুক্তিকামী জনতা।
আধা সামরিক বাহিনীর সদস্যরা বিক্ষোভের আশঙ্কা দেখলেই সাধারণ মানুষের ওপর ছররা গুলি ছুড়ছেন।
বিক্ষোভ দমনে এ পর্যন্ত পাঁচ শতাধিক রাজনৈতিক নেতা-কর্মীকে গ্রেফতার করেছে ভারতীয় আইন-শৃঙ্খলা বাহিনী।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, শ্রী মহারাজা হরি সিং হাসপাতালে গিয়ে গুলিবিদ্ধ এক নারীসহ আটজনের সাক্ষাৎকার নিয়েছেন মার্কিন পত্রিকা হাফিংটন পোস্টের সাংবাদিক।
হাসপাতালটির এক চিকিৎসক জানিয়েছেন, গত তিন দিনে ছররা গুলিবিদ্ধ প্রায় ৪০ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে।
শুক্রবার কড়াকড়ি কিছু শিথিল করা হলেও সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি ও ওমর আবদুল্লাহ এখনো সরকারি হেফাজতে রয়েছেন।
কাশ্মীরের আনাচে-কানাচে ভারতীয় সেনাদের প্রবল উপস্থিতিতে অবরুদ্ধ হয়ে পড়েছে শ্রীনগর শহর।
সাংবাদিকদের প্রবেশের ক্ষেত্রে বিধি-নিষেধ জারি করায় প্রকৃত চিত্র তুলে আনা কঠিন হচ্ছে।