গাজীপুরের সিটি মেডিকেল ও সেবা হাসপাতালে টাস্কফোর্সের অভিযান
আলোকিত প্রতিবেদক : গাজীপুরের সিটি মেডিকেল কলেজ ও সেবা জেনারেল হাসপাতালে অভিযান চালিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের টাস্কফোর্স।
সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত নগরীর চান্দনা এলাকার হাসপাতাল দুটিতে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।
এ সময় নানা অনিয়মের দায়ে সিটি মেডিকেল কলেজ হাসপাতালকে সাড়ে সাত লাখ টাকা ও সেবা জেনারেল হাসপাতালকে সাড়ে তিন লাখ টাকা জরিমানা করেন আদালত।
৫০০ শয্যার সিটি মেডিকেল কলেজ হাসপাতালটির মালিক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বর্তমানে সংসদ সদস্য মহীউদ্দীন খান আলমগীর।
সারোয়ার আলম বলেন, সিটি মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স নেই। অপারেশন থিয়েটার থেকে বিপুল পরিমাণ মেয়াদ উত্তীর্ণ সার্জিক্যাল সামগ্রী জব্দ করা হয়েছে।
পরে সেবা জেনারেল হাসপাতালে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। সেখান থেকেও মেয়াদ উত্তীর্ণ ওষুধ ও সার্জিক্যাল সামগ্রী জব্দ করা হয়।