নিজের নামে সোলার পার্কের প্রস্তাব নাকচ করলেন প্রধানমন্ত্রী
আলোকিত প্রতিবেদক : প্রস্তাবিত ১০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন সোলার পার্কের নামকরণ নিজের নামে করার প্রস্তাব নাকচ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় তিনি প্রস্তাবটি নাকচ করে দেন।
জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এই প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ৩১৯ কোটি ৪০ লাখ টাকা।
সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের বলেন, কমিটির সবাই বলেছেন, দেশের সব থেকে বড় সোলার পার্ক এটি। একটি আইকনিক প্রকল্প। এতে আপনার নাম থাকা উচিত।
কিন্তু জবাবে প্রধানমন্ত্রী বলেছেন, হবে না, হবে না, হবে না। পরে শেখ হাসিনা অংশটি বাদ দিয়ে নামকরণ করা হয়। ভারতীয় ঋণ থেকে এই সোলার পার্ক স্থাপন করা হবে।