ট্যাম্পাকো ট্র্যাজেডি : এক মাস পর অভিযান সমাপ্ত

আলোকিত প্রতিবেদক : গাজীপুরের টঙ্গী বিসিক শিল্প নগরীর ট্যাম্পাকো কারখানার ধ্বংসস্তূপ অপসারণ ও উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে।

সোমবার সকালে সেনাবাহিনীর ক্যাম্পে আয়োজিত যৌথ বৈঠকে এ ঘোষণা দেওয়া হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন লে. কর্নেল মো. আজম, গাজীপুর জেলা প্রশাসক এস এম আলম, সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ, গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আখতারুজ্জামান প্রমুখ।

কর্মকর্তারা বলেন, প্রায় এক মাস ধরে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিস ধ্বংসস্তূপ অপসারণ ও উদ্ধার অভিযান চালিয়েছে। এ পর্যন্ত ৩৯ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

গত ১০ সেপ্টেম্বর সকালে অগ্নিকান্ডের পর ভয়াবহ বিস্ফোরণে কারখানাটি ধসে পড়ে।

আরও খবর