শ্রীপুরে সেই মুচিকে পুনর্বাসন করলেন চেয়ারম্যান

শাহাদাত হোসেন সাদেক, শ্রীপুর : অবশেষে প্রায় ১৬ বছরের পুরনো জায়গা ফিরে পেলেন মুচি সিরা লাল রবি দাস।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে বরমী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল হক বাদল সরকার তাকে পুনর্বাসন করেন।

সিরা লাল বলেন, তিনি সাতখামাইর বাজারের বরমী রোডের পাশে কড়ই গাছের নিচে বসে জুতা সেলাই ও পালিশের কাজ করতেন। গত ৩০ সেপ্টেম্বর তাকে উঠিয়ে দেওয়া হয়।

পরে আট হাজার টাকা জামানত নিয়ে সেখানে পান-সুপারি ব্যবসায়ী রবিউলকে বসানো হয়। এতে তার একমাত্র রোজগারের পথ বন্ধ হয়ে যায়।

খবর পেয়ে শ্রীপুর রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান, সদস্য আলমগীর হোসেন ও নাঈম মেহেদীসহ কয়েকজন সাংবাদিক ঘটনাস্থলে গিয়ে খোঁজ নেন। পরে বিষয়টি নিয়ে গত ৮ অক্টোবর আলোকিত নিউজ ডটকমে প্রতিবেদন প্রকাশিত হয়।

ইউপি চেয়ারম্যান বাদল সরকার বলেন, তিনি মঙ্গলবার খবরটি পড়েন। ওই দিনই মেম্বারদের মাধ্যমে খোঁজ নিয়ে ঘটনার সত্যতা পান।

এরপর সাতখামাইর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লিয়াকত হোসেন দুলাল ও বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি কাঞ্চনসহ গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে সিরা লালকে আগের জায়গায় পুনর্বাসন করা হয়।

সিরা লাল বলেন, যারা আমাকে জায়গাটি ফিরিয়ে দিলেন, তারা যেন সৃষ্টিকর্তার কাজটি করলেন। এবারের পূজায় এটি আমার বড় উপহার।

আরও খবর