গাজীপুর পৌর ভূমি অফিসের ‘ঘুষখোর’ নায়েব খাদিজাকে বদলি

আলোকিত প্রতিবেদক : গাজীপুর পৌর ভূমি অফিসের ‘ঘুষখোর’ ভূমি উপ-সহকারী কর্মকর্তা খাদিজা আক্তারকে বদলি করা হয়েছে।

জেলা প্রশাসক আনিসুর রহমানের নির্দেশে গত বৃহস্পতিবার তাকে কালিয়াকৈর উপজেলার ফতেপুর ইউনিয়ন ভূমি অফিসে বদলি করা হয়।

সোমবার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস এম সাইফুর রহমান আলোকিত নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, খাদিজা আক্তারকে বদলি করা হয়েছে। আজকে (সোমবার) তার অবমুক্ত হওয়ার কথা।

এর আগে ভূমি উপ-সহকারী কর্মকর্তা খাদিজা আক্তারের ঘুষ-দুর্নীতি নিয়ে গত ২৬ সেপ্টেম্বর আলোকিত নিউজ ডটকমে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।

আরও পড়ুন : গাজীপুর পৌর ভূমি অফিসে ঘুষ বাণিজ্য, লেনদেনে ২০ উমেদার!

এ নিয়ে চলে ব্যাপক তোলপাড়। পরে তৎপর হয় জেলা প্রশাসন।

গত ৪ অক্টোবর জেলা প্রশাসক আনিসুর রহমান পৌর ভূমি অফিসে আকস্মিক অভিযানে গিয়ে উমেদার নামধারী চার দালালকে আটকের নির্দেশ দেন। বাকিরা দৌড়ে পালিয়ে যায়।

পরে নগরীর ধীরাশ্রম এলাকার আহম্মদ আলীসহ আটককৃতদের ‘ভবিষ্যতে আর দালালি করবে না’ মর্মে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

সরেজমিনে প্রাপ্ত তথ্যমতে, পৌর ভূমি অফিস সদর উপজেলা ভূমি অফিসের অধীন। দালালরা অফিসটির ভেতরে বসে সরকারি কর্মচারীর মত বিভিন্ন কাজ করে আসছিল।

জনসাধারণ অনলাইনে খারিজের আবেদন করার পর অফিসে যোগাযোগ করলে নায়েবরা দালালদের মাধ্যমে ঘুষ নেন। ঘুষ না দিলে নথি আটকে হয়রানি করা হয়।

উপ-সহকারী কর্মকর্তা খাদিজা আক্তার আট মাস ভূমি সহকারী কর্মকর্তার দায়িত্বে ছিলেন। তখন লাখ লাখ টাকার বাণিজ্য জমে ওঠে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গাজীপুর পৌর ভূমি অফিস ‘লোভনীয়’ ভূমি অফিসগুলোর মধ্যে অন্যতম। তবে খাদিজা আক্তারের বদলিকৃত ফতেপুর ইউনিয়ন ভূমি অফিস অবৈধ আয়ের দিক থেকে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন : গাজীপুর পৌর ভূমি অফিসে ডিসির অভিযান, ৪ দালাল ধরা

আরও খবর