যুক্তরাষ্ট্রে ট্রাম্পবিরোধী বিক্ষোভ : অগ্নিসংযোগ-ভাঙচুর

ডেস্ক নিউজ : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের অসম্ভব ঐতিহাসিক জয়ে বিক্ষুব্ধ হয়ে উঠেছেন ট্রাম্পবিরোধীরা।

ট্রাম্পের জয়ের খবরে মঙ্গলবার রাত থেকেই তারা বিক্ষোভ শুরু করেন।

বুধবার সকাল থেকে বিক্ষোভ তীব্র হয়ে দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যে ছড়িয়ে পড়ে।

ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের সামনে বিক্ষোভ হয়।

বিক্ষোভের সময় ট্রাম্পের সমর্থকদের সাথে তাদের সংঘর্ষও হয়।

এ সময় তারা রাস্তায় ও গাড়িতে অগ্নিসংযোগ এবং জানালার কাচ ভেঙে যুক্তরাষ্ট্রের পতাকা পোড়ান।

মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজের খবরে বলা হয়, ক্যালিফোর্নিয়া ছাড়াও সবচেয়ে বেশি বিক্ষুব্ধ হয়ে উঠেছে ওয়েস্ট কোস্ট।

আরও খবর