শ্রীপুরে আগাম আমন ধানে কৃষকের মুখে হাসি

শাহাদাত হোসেন সাদেক, শ্রীপুর : অস্থির চালের বাজারে আগাম আমন ধানে গাজীপুরের শ্রীপুরে কৃষকদের মুখে হাসি ফুটেছে।

আগাম জাতের ধানে ভাল ফলনে বাজারে দামও ভাল পাওয়ার পাশাপাশি অভাবের দিনে পরিবারে খাবারের জোগান হচ্ছে।

উপজেলার বিভিন্ন এলাকার কৃষকরা এখন ধান কাটা ও মাড়াই কাজে ব্যস্ত সময় পার করছেন।

উপজেলা কৃষি কর্মকর্তা এ এস এম মূয়ীদুল হাসান আলোকিত নিউজকে জানান, এবার উপজেলায় ১৩ হাজার ৫৫০ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে কৃষকরা ধান কাটা শুরু করেছেন। প্রতি বিঘায় ফলন হচ্ছে ১৬ থেকে ২০ মণ।

বর্তমানে বাজার ভাল থাকায় ধান মণপ্রতি ৯০০ থেকে ১০০০ টাকায় বিক্রি হচ্ছে। কৃষি বিভাগ আগাম জাতের ধান চাষে কৃষকদের পরামর্শ দিচ্ছে।

আমন ধান সাড়ে তিন মাসের মধ্যেই ঘরে তোলা যায়। ফলনও ভাল হয়। পোকামাকড়ের আক্রমণ কম থাকে।

তিনি আরও জানান, উপজেলার কৃষকরা জিংক সমৃদ্ধ ব্রি-৪৯, ব্রি-৫২, ব্রি-৫৬ ও ব্রি-৬২ ধান চাষ করছেন। আমনের সোনালি ধানে স্বস্তি ফিরছে।

আরও খবর