গাজীপুরে সান পাওয়ারের বন দখলে মোটা অঙ্কের লেনদেন!

আলোকিত প্রতিবেদক : গাজীপুরে বনভূমি দখল করে সান পাওয়ার সিরামিকসের গোডাউন নির্মাণে মোটা অঙ্কের টাকা লেনদেন হয়েছে।

রাজেন্দ্রপুর রেঞ্জের মনিপুর বিটের বেগমপুর হোতাপাড়া এলাকায় এ গোডাউন নির্মাণ করা হয়।

ঘটনাটি নিয়ে গত ২২ সেপ্টেম্বর আলোকিত নিউজ ডটকমে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হলে চলে তোলপাড়।

পরে ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ ইউছুপ তদন্ত শুরু হয়েছে জানিয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

কিন্তু অদ্যাবধি কোন তৎপরতার খবর পাওয়া যায়নি। উল্টো অসম্পন্ন কাজ অবাধে সম্পন্ন হয়।

সরেজমিনে জানা যায়, সান পাওয়ার সিরামিকস ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পাশে অবস্থিত। কারখানাটির মালিক তাইওয়ানের নাগরিক চেন ইয়াং ফু।

মালিক পক্ষের বিরুদ্ধে আগে থেকেই বনদস্যুতার অভিযোগ রয়েছে। চলতি বছরের প্রথম দিকে তারা উত্তর পাশে গোডাউনের নির্মাণ কাজ শুরু করেন।

নতুন দখলীয় তিন বিঘার অধিক জমির এসএ দাগ নম্বর ৪৩২। এটি বন বিভাগের নামে গেজেটভুক্ত।

স্থানীয়রা জানান, ওই জমির বর্তমান বাজারমূল্য অন্তত ছয় কোটি টাকা। ফাউন্ডেশন দিয়ে পাকা স্থাপনার ওপরে দেওয়া হয়েছে স্টিলের ছাউনি।

একজন বন কর্মকর্তা বলেন, যেহেতু অপরাধটি বিট অফিসের কাছে ও দীর্ঘ সময় ধরে প্রকাশ্যে সংঘটিত হয়েছে, সেহেতু লেনদেনের প্রশ্ন অবান্তর নয়।

তিনি বলেন, বিট কর্মকর্তা ও রেঞ্জ কর্মকর্তার দায় এড়ানোর কোন সুযোগ নেই। বনভূমি রক্ষায় দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ওই ঘটনায় প্রথমে ওপরে দেওয়া হয়েছে ৩০ লাখ টাকা। রেঞ্জ কর্মকর্তা কাজী মাহিনুর রহমান প্রত্যক্ষভাবে জড়িত।

আরও খবর