বুলবুলের তাণ্ডবে সাতক্ষীরায় হাজারো ঘরবাড়ি বিধ্বস্ত

আলোকিত প্রতিবেদক : ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা ক্ষতিগ্রস্ত হয়েছে।

রবিবার ভোররাত থেকে এই উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া ও বৃষ্টি শুরু হয়।

এতে মাটির ঘরবাড়ি বিধ্বস্ত হওয়ার পাশাপাশি গাছপালা উপড়ে রাস্তায় পড়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

বুড়িগোয়ালীনি ইউপি চেয়ারম্যান ভবতোষ মন্ডল সাংবাদিকদের জানান, তার ইউনিয়নে দুই হাজারেরও বেশি মাটির ঘর বিধ্বস্ত হয়েছে। এখনো কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

গাবুরা ইউপি চেয়ারম্যান জি এম মাসুদুল আলম জানান, তার ইউনিয়নের পাঁচ হাজার কাঁচা ঘর বিধ্বস্ত হয়েছে। মাছের ঘের ভেসে গেছে।

তিনি আরও জানান, বৃষ্টির পানিতে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এখনো কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এম কামরুজ্জামান জানান, বুড়িগোয়ালীনি ও গাবুরা ইউনিয়ন বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সবকিছু লন্ডভন্ড হয়ে গেছে।

আরও খবর