গাজীপুরের কাপিলাতলীতে বন উজাড় : অবশেষে গাছ জব্দ, মামলা

আলোকিত প্রতিবেদক : গাজীপুরের কাপিলাতলীতে সংরক্ষিত বন কেটে সাবাড় করার ঘটনায় অবশেষে গাছ জব্দ ও মামলা করা হয়েছে।

বিষয়টির ওপর গত ৩১ অক্টোবর আলোকিত নিউজ ডটকমে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়।

পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ঢাকা বন বিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) ফাহিম মাসুদ ঘটনাস্থল পরিদর্শন ও মাপজোখ করেন।

এতে ঘটনার সত্যতা পেয়ে ১৭ পিস গজারি গাছ জব্দ ও জড়িত পাঁচজনের বিরুদ্ধে মামলা করা হয়।

উজাড় সমাচার : রাজেন্দ্রপুর রেঞ্জের রাজেন্দ্রপুর পূর্ব বিটের কাপিলাতলী এলাকার এসএ ৩৩ নং দাগের কর্তনকৃত বনভূমি ইজ্জতপুর বাজারের উত্তর পাশে অবস্থিত। এটি দীর্ঘদিন ধরে বিন্দুবাড়ী এলাকার নিউটন মিয়া গংয়ের দখলে ছিল।

তারা বিভিন্ন সময়ে বড় বড় গজারি গাছ কেটে বন উজাড় অব্যাহত রাখেন। সম্প্রতি অবশিষ্ট গাছ ইজ্জতপুর বাজারের ব্যবসায়ী আজিম উদ্দিনের কাছে বিক্রি করে দেন।

পরে আজিম উদ্দিন গাছগুলো কেটে ফেলেন। এ ঘটনা প্রকাশ্যে ঘটলেও বিট অফিস কোন ব্যবস্থা নিচ্ছিল না।

বিট কর্মকর্তা আইয়ুব খান আলোকিত নিউজকে বলেন, গাছগুলো যে বন থেকে কাটা হয়েছে, তা তারা জানতেন না। নিউজের পর মাপজোখ করে বন পাওয়া গেছে।

তিনি আরও বলেন, ১৭ পিস গাছ জব্দ করে বিট অফিসে রাখা হয়েছে। আমরা বিক্রেতা ও ক্রেতাসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা দিয়েছি।

আরও পড়ুন : গাজীপুরের কাপিলাতলীতে দেড় বিঘা গজারি বন কেটে সাবাড়!

আরও খবর