রাষ্ট্রপতিকে ই-ভোটিংসহ আ.লীগের ৪ প্রস্তাব
আলোকিত প্রতিবেদক : নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতিকে চারটি প্রস্তাব দিয়েছে আওয়ামী লীগ।
বুধবার বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সাথে সংলাপে প্রস্তাবগুলো দেওয়া হয়।
সন্ধ্যায় দলীয় সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়কমন্ত্রী ওবায়দুল কাদের এ তথ্য জানান।
প্রস্তাবগুলো হল :
১. সংবিধানের ১১৮ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি প্রধান নির্বাচন কর্মকর্তা ও অন্য কমিশনারদের নিয়োগ দেবেন।
২. প্রধান নির্বাচন কর্মকর্তা ও অন্য কমিশনারদের নিয়োগের ক্ষেত্রে রাষ্ট্রপতি যা উপযু্ক্ত বিবেচনা করবেন তা করবেন।
৩. প্রধান নির্বাচন কর্মকর্তা ও অন্য কমিশনারদের নিয়োগের লক্ষ্যে সম্ভব হলে এখনই একটি আইন প্রণয়ন অথবা অধ্যাদেশ জারি করা যেতে পারে।
৪. অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য বিরাজমান সব বিধি-বিধানের সাথে জনগণের ভোটাধিকার সুনিশ্চিত করার স্বার্থে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ই-ভোটিং চালু করা।