শ্রীপুরে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা, আসামি ৫০০
নিজস্ব প্রতিবেদক, শ্রীপুর : গাজীপুরের শ্রীপুর পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে হামলা ও সংঘর্ষের ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে।
রবিবার রাতে বিএনপির মেয়র প্রার্থী অ্যাডভোকেট কাজী খান ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরে আলম মোল্লা বাদী হয়ে মামলা দুটি করেন।
পাল্টাপাল্টি মামলায় উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান ফকির ও আওয়ামী লীগ নেতা নূরে আলম মোল্লাসহ ১৩৭ জনের নাম উল্লেখ করে ৫০০ জনকে আসামি করা হয়েছে।
আসামিদের মধ্যে রয়েছেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজ উদ্দিন কাইয়া, সাবেক সাধারণ সম্পাদক ডা. সফিকুল ইসলাম আকন্দ, পৌর বিএনপির সাবেক সভাপতি আবুল মনসুর মন্ডল, সাবেক কাউন্সিলর আইনুল হক আকন্দ ও তার ভাই ফজলুল হক আকন্দ।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোন্দকার ইমাম হোসেন জানান, দুটি মামলাতেই হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে। উভয় পক্ষের ৫০০ জনকে অভিযুক্ত করা হয়েছে।