মৃত শিশু আটকে টাকা আদায় : জাপান-বাংলাদেশ হাসপাতালের এমডিকে হাইকোর্টে তলব
নিজস্ব প্রতিবেদক : আইসিইউতে মৃত শিশু সুমাইয়াকে আটকে রেখে টাকা আদায়ের ঘটনায় রাজধানীর জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের এমডি ও ঔষধ প্রশাসন অধিদপ্তরের পরিচালককে ২২ ফেব্রুয়ারি তলব করেছেন হাইকোর্ট।
একই সঙ্গে শিশুটির পরিবারকে কেন ক্ষতিপূরণের নির্দেশ দেওয়া হবে না, তা জানাতে স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, ঔষধ প্রশাসন অধিদপ্তরের পরিচালক ও হাসপাতালের এমডিকে ১০ দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।
বৃহস্পতিবার বিচারপতি মোয়াজ্জাম হোসেন ও বিচারপতি মো. বদরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এ আদেশ দেন।
বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ঘটনাটি আদালতের নজরে আনেন আইনজীবী ইদ্রিসুর রহমান ও তৌফিক ইনাম।