সরকারি-বেসরকারি শিক্ষকদের কোচিংয়ে হাইকোর্টের ‘না’

আলোকিত প্রতিবেদক : সরকারি কিংবা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকরা কোচিং করাতে পারবেন না।

তবে যারা শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত নন, শুধুমাত্র তারা ফ্রিল্যান্সার হিসেবে কোচিং করাতে পারবেন।

সোমবার বিচারপতি শেখ হাসান আরিফ ও রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন।

আইনজীবী খুরশীদ আলম খান জানান, বিচারপতিরা কোচিং নিয়ে টেলিভিশনে তার দুটি টকশো দেখেছেন।

তাকে ডেকে বলেছেন, কোচিং বাণিজ্য বন্ধে সরকারের করা ২০১২ সালের নীতিমালা প্রযোজ্য হবে।

আরও খবর