শ্রীপুরে বিএনপির পদযাত্রায় অস্ত্র, পাল্টাপাল্টি হামলার অভিযোগ
নিজস্ব প্রতিবেদক, শ্রীপুর : গাজীপুরের শ্রীপুরের বরমী বাজারে বিএনপির পদযাত্রায় আওয়ামী লীগের হামলা ও আওয়ামী লীগ কার্যালয়ে বিএনপির হামলার অভিযোগ উঠেছে।
বিএনপির পদযাত্রা থেকে কর্মী জাহিদুল ইসলাম ওরফে উত্তইরা জাহিদকে অস্ত্র উঁচিয়ে রাখতে দেখা গেছে।
জেলা বিএনপির শিক্ষাবিষয়ক সম্পাদক মাসুদ সরকার জানান, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে বরমী বাজারে তাদের পদযাত্রা চলছিল। হঠাৎ ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয় থেকে ছাত্রলীগ ও যুবলীগের ১০-১২ জন নেতা-কর্মী হামলা চালান। এতে তিনিসহ নয়জন আহত হয়ে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকট হারুন-অর রশিদ ফরিদ জানান, বিএনপি পূর্ব পরিকল্পিতভাবে দলীয় কার্যালয়সহ নেতা-কর্মীদের ওপর হামলা করেছে। বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলা করা হয়নি।
আওয়ামী লীগ কর্মীরা জানান, অস্ত্রধারী জাহিদ বরমী গ্রামের মৃত সাইফুর রহমানের ছেলে। তিনি গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের ছাত্র।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান জানান, বিএনপির পদযাত্রা থেকে একজনকে পিস্তল নিয়ে মিছিল করতে দেখা গেছে। আওয়ামী লীগ কার্যালয়েও হামলা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।