গাজীপুরের রাজেন্দ্রপুরে বনের গাছ কেটে ব্যক্তিগত বিদ্যুৎ লাইন!

আলোকিত প্রতিবেদক : গাজীপুরের রাজেন্দ্রপুরে সরকারি গজারি বনের গাছ কেটে বিদ্যুতের লাইন টানা হয়েছে।

ঘটনাটি প্রকাশ্যে ঘটলেও স্থানীয় বন কর্মকর্তারা রহস্যজনক কারণে নীরব ভূমিকা পালন করছেন বলে অভিযোগ উঠেছে।

সরেজমিনে দেখা যায়, রাজেন্দ্রপুর চৌরাস্তার একটু পূর্ব দিক দিয়ে কাপাসিয়া রোডের উত্তর পাশে ঘন গজারি বন। এই বনের ভেতর দিয়ে বিদ্যুতের নতুন লাইন টানা হয়েছে। বসানো হয়েছে ১১টি খুঁটি।

এর মধ্যে রক্ষিতপাড়া এলাকার দিকে যেতে নয়টি খুঁটি বসাতে গিয়ে অন্তত ৩৬টি গাছের আগা-ডালা ও কয়েকটি বড় গাছ গোড়া থেকে কেটে ফেলা হয়েছে।

পুরনো বুঝাতে কয়েকটি গাছের কাটা অংশ ও মোথায় মাটি লেপটে দেওয়া হয়েছে।

ধান ক্ষেত পার হয়ে উত্তর দিকে নবম খুঁটির কাছে গিয়ে পাওয়া গেল রাজেন্দ্রপুর পশ্চিম বিট অফিসের দুজন বনপ্রহরীকে। ভ্যান গাড়িতে তোলা হচ্ছিল কাটা গজারি গাছ।

জানতে চাইলে বনপ্রহরীরা বলেন, তারা বনের ভেতর থেকে ১৬-১৭ পিস গাছ উদ্ধার করেছেন। বিদ্যুৎ লাইনের বিষয়টি বিট কর্মকর্তা জানেন।

পরে ফেরার পথে কাপাসিয়া রোডের পাশে বাউপাড়া বিটের অংশে চোখে পড়ল শুকনো পাতা দিয়ে ঢেকে রাখা আরও তিন পিস গাছ।

gojari-cutting

নয় খুঁটির বিদ্যুৎ লাইন টেনেছেন ৩০ জন। তাদের একজন ক্যান্টনমেন্ট এলাকার ব্যবসায়ী আসাদ আলোকিত নিউজকে বলেন, আমাদের কমিটি আছে। বিট অফিস ম্যানেজ করে লাইন টানা হয়েছে।

বিট অফিস ম্যানেজের কথা অপর দুই খুঁটির পাঁচ গ্রাহকের দুজন মিন্টু ও মাহবুবও বলেছেন। দুজন টিভি সাংবাদিক তাদেরকে সহযোগিতা করেছেন বলেও তারা জানান।

পর্যবেক্ষক মহল বলছেন, ওই এলাকা বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের আওতাধীন। এ ধরনের লাইন বন্য প্রাণীর জন্য ঝুঁকিপূর্ণ। তা ছাড়া বন ঘন থাকায় বিদ্যুৎ সঞ্চালন শুরু হলে পাশের গাছও মরে যাবে।

ঘটনাটি জাতীয় উদ্যান রেঞ্জ কর্মকর্তা আবুল হাসেমকে জানালে তিনি ব্যবস্থা নেওয়ার কথা বললেও কোন তৎপরতার খবর পাওয়া যায়নি।

আরও খবর