মুক্তারুজ্জামান মুক্তির কবিতা ‘পথশিশু টোকাই’

পথশিশু টোকাই
-মুক্তারুজ্জামান খাঁন মুক্তি

আমি পথশিশু টোকাই
বাবার আদর দেখি নাই
মাকে ফেলে গেছে বাবা
ফিরে সে আসে নাই।
অর্থের অভাবে পড়ে
বাবা গেছে অনাহারে মরে
সেই হতে মা বুকে নিয়ে
গ্রাম হতে যায় চলে
জনস্রোত শহর মাঝে।
সেই হতে শহর বুকে
রাস্তার পাশে ফুটপাতে
ঘরবিহীন খোলা আকাশের নিচে
আমার মায়ের হাতটি ধরে
আমি বাঁচি অন্ধকারে।
ছিন্ন-ছেঁড়া মায়ের আঁচল
ভালবাসা থাকবে চিরকাল
কান্না আমার জন্ম হতে
আমার কান্নায় নয়নে ঝরে
লবণাক্ত জল।
দুপুর রোদ্রে গায়ে পুড়ে
জলে মাখা ঘাম শুকিয়ে
এদিক-ওদিক পথিকের ফেলা উচ্ছিষ্ট খুঁজি

পথশিশু টোকাই বলে।
কত শিশু যায় পাঠশালাতে
মা-বাবার হাত ধরে
ওরা আমায় দেখে ঘেন্না করে

পথশিশু টোকাই বলে।
আমার মায়ের হাতটি ধরে

বইয়ের থলি কাঁধে নিয়ে
আমার যেতে ইচ্ছা করে পাঠশালাতে

লক্ষ-কোটি মানুষের ভিড়ে

আমার মত পথশিশু টোকাই
আছে যারা পথের ধারে।
তাদের দিকে একটু দেখ মুখ ফিরিয়ে

তারাও পারবে অনেক কিছু করতে দেশে

তোমরা মানুষ, আমরাও মানুষ

তবু কেন পথশিশু টোকাই বলে করছ ফানুস
তোমরা হাত বাড়িয়ে দাও

দেখবে চেয়ে সবকিছুতে আমরাও পারি।

আরও খবর