চোখের চিকিৎসায় ৭০ উপজেলায় ভিশন সেন্টার উদ্বোধন
আলোকিত প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০টি জেলার ৭০টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থাপিত কমিউনিটি ভিশন সেন্টারের কার্যক্রম উদ্বোধন করেছেন।
বৃহস্পতিবার গণভবন থেকে তিনি ভিডিও কনফারেন্সে আগারগাঁওয়ের জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে আয়োজিত অনুষ্ঠানে যুক্ত হন।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের প্রতিটি উপজেলায় এই সেবা দেওয়ার ব্যবস্থা আমরা পর্যায়ক্রমে করে দেব। ইতিমধ্যে আরও ১১০টি কমিউনিটি ভিশন সেন্টার স্থাপনের বিষয়েও চিন্তা করছি।
তিনি বলেন, ভিশন সেন্টারে কর্মরত দুজন সিনিয়র নার্স উন্নত প্রযুক্তি ব্যবহার করে বেজ হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞের কাছে রোগীর যাবতীয় তথ্য প্রেরণ এবং ভিডিও কনফারেন্সের মাধ্যমে আধুনিক চক্ষু চিকিৎসা সেবা প্রদান করেন।
প্রধানমন্ত্রী বলেন, অন্ধজনে আলো দেওয়ার চেয়ে বড় কাজ হতে পারে না। অন্ধত্ব মানুষের জীবনকে অর্থহীন করে তুলে। এই চিকিৎসার ফলে তারা সুস্থ হবেন, দেখতে পাবেন।
সরকার প্রধান আরও বলেন, জন্মান্ধতা দূর করার জন্য প্রসূতি মাকে প্রসবের আগে ইনজেকশন দিয়ে দেওয়া হয়। যার কারণে এখন আমরা ভালো রেজাল্ট পাচ্ছি।