শিক্ষক এবি ছিদ্দিকের কবিতা ‘জনসমুদ্রের সম্বোধন’
জনসমুদ্রের সম্বোধন
-এবি ছিদ্দিক
সময়ের বাঁক ঘুরে অন্তর্দহন ছড়িয়ে পড়ে
মেঠো মানুষের মুক্তির প্রান্তরে।
দলকলস, স্বর্ণলতা উবু হয়ে কান পেতে রয় মহাকাশে!
মুষ্ঠিবদ্ধ হাতে দ্বিধাহীন কৃষক
মাথায় গামছা বেঁধে হাত রাখে কোমরে।
গার্হস্থ্য উদ্যান হতে মানুষ বেরিয়ে আসে
পাড়ভাঙা পুকুরের মাছের মতো।
বোদ্ধারাও নির্ঘুম রাত কাটায় সম্বোধনের শব্দ খুঁজে!
তপ্ত রোদে আলোর ঝলক ঝলসে উঠে শ্রেষ্ঠ বিকেলে
অতঃপর অবিসংবাদিত নেতা
দৃপ্তপদে উঠে আসেন জনতার মঞ্চে।
হাজার বছরের তপ্ত দহন শীতল করে অবাক বিস্ময়ে
বিশ্ব ভ্রাতৃত্বের সম্বোধন ছড়িয়ে দেন
উদ্যাম জনসমুদ্রের চারদিকে।
বিশ্বস্ত তর্জনীতে আকাশ ছুঁয়ে
তিনি শুরু করলেন, ‘ভাইয়েরা আমার’।
এবি ছিদ্দিক : সহকারী শিক্ষক, বলদীঘাট জে এম সরকার উচ্চ বিদ্যালয়, শ্রীপুর।