গাজীপুরে ১৫ গরু-মহিষসহ ৫ ছিনতাইকারী গ্রেফতার
আলোকিত প্রতিবেদক : গাজীপুরে ছিনতাইকৃত গরু ও মহিষবোঝাই ট্রাকসহ পাঁচজনকে গ্রেফতার করেছে হাইওয়ে পুলিশ।
বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে তিনটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
তারা হলেন কক্সবাজারের উখিয়া উপজেলার পূর্ব দরকাবিলের নূর মোহাম্মদ (৫৫), একই এলাকার মেহের আলীর ছেলে আবদুল্লাহ (১৮), কুষ্টিয়া সদরের খাজানগর এলাকার হাসেম মোল্লার ছেলে হাসান (৩৮) এবং দৌলতপুরের ট্রাকচালক আরিফুল (৪৫) ও হেলপার রাকিবুল (১৮)।
পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে ফোন পেয়ে অভিযান চালানো হয়। ১৩টি গরু ও দুটি মহিষসহ ছিনতাইকারীদের কালিয়াকৈর থানায় হস্তান্তর করা হয়েছে।