শিশু নির্যাতন ও ধর্ষণ রোধে সবার সহযোগিতা চাইলেন চুমকি

আলোকিত প্রতিবেদক : দেশের শতকরা ৫৭ ভাগ শিশু শ্রমিক মারধরের শিকার হয়।

আর ৬৬ ভাগ গৃহকর্মী মানসিক নির্যাতন ও ৭ ভাগ হয় ধর্ষণের শিকার।

এ অবস্থায় মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, শিশু শ্রমিক নির্যাতনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

রবিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, আমাদের দেশে ৪৫ শতাংশ শিশু। এরা আমাদের ভবিষ্যৎ। সরকারের একার পক্ষে শিশুদের দেখভাল করা সম্ভব নয়। এ ক্ষেত্রে শিশুদের নিয়ে কাজ করা দেশের বিভিন্ন সংস্থাসহ পিতা-মাতার সহায়তা দরকার।

আরও খবর