গাইবান্ধায় রডের বদলে বাঁশ : দুর্নীতিতে ঠিকাদার খালেকের রেকর্ড!

আলোকিত প্রতিবেদক : চুয়াডাঙ্গার পর এবার গাইবান্ধা সদরের মেঘডুমুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শৌচাগার নির্মাণে লোহার রডের বদলে বাঁশ ব্যবহারের ঘটনায় তোলপাড় চলছে।

ঘটনাটি তদন্তে সাত সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

একই সাথে ওই শৌচাগারটিও ভাঙা হচ্ছে।

গাইবান্ধা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর জানায়, গত বছরের সেপ্টেম্বর মাসে ওই স্কুলের শৌচাগার নির্মাণের কাজ শুরু হয়। এতে ব্যয় ধরা হয় সাড়ে আট লাখ টাকা। জেলার সাদুল্লাপুরের ঠিকাদার আবদুল খালেক কাজটি পান।

এলাকাবাসী জানান, ঠিকাদার বাঁশ ব্যবহারের জন্য রাতের অন্ধকারে ঢালাইয়ের কাজ করেন। রাতে কাজ করার কারণে এলাকাবাসীর সন্দেহ হয়। পরে ঘটনাটি রামচন্দ্রপুর ইউপি চেয়ারম্যান ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদেরকে জানানো হয়।

তাদের উপস্থিতিতে গত ৮ এপ্রিল শৌচাগারের একটি জানালা ও একটি দরজার ওপরের অংশ ভাঙা হলে বাঁশ পাওয়া যায়। এতে এলাকাবাসী উত্তেজিত হলে ঠিকাদারের লোকজন পালিয়ে যায়।

আরও খবর