গাজীপুরে ডিসির গাড়িচালককে মারধর, ২ ট্রাফিক কনস্টেবল ক্লোজড
আলোকিত প্রতিবেদক : গাজীপুর জেলা প্রশাসকের গাড়িচালককে ট্রাফিক পুলিশের দুই কনস্টেবল মারধর করেছেন।
রবিবার দুপুরে রাজবাড়ি রোডের রাণী বিলাসমনি বালক উচ্চ বিদ্যালয় মোড়ে এ ঘটনা ঘটে।
এর প্রতিবাদে জেলা প্রশাসনের পরিবহন পুলের চালক ও কর্মচারীরা আধা ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
পরে অভিযুক্ত কনস্টেবল ইউসুফ আলী ও নুর মোহাম্মদকে প্রত্যাহার করে ট্রাফিক বিভাগ।
জেলা প্রশাসনের কর্মচারীরা জানান, চালক হিরা মিয়া স্টিকারযুক্ত গাড়িতে জেলা প্রশাসক আনিসুর রহমানের দুই মেয়েকে স্কুল থেকে নিয়ে বাসভবনে যাচ্ছিলেন। এ সময় পুলিশ সদস্যরা গাড়ি ঘুরিয়ে অন্য রাস্তা দিয়ে যেতে বলেন।
হিরা মিয়া তখন গাড়িতে জেলা প্রশাসকের দুই মেয়ে আছে বলে জানান। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে গাড়িতে লাঠি দিয়ে আঘাত করা হয়।
হিরা মিয়া প্রতিবাদ করলে পুলিশ তাকেও আঘাত করে গাড়ি থেকে টেনে নামাতে চায়। পরে তিনি অন্য রাস্তা দিয়ে চলে যান।
ঘটনার সময় জেলা প্রশাসকের মেয়েরা অনুরোধ করলেও পুলিশ সদস্যরা গুরুত্ব দেননি। এতে তারা ভয়ে কান্না শুরু করে।
খবর পেয়ে জেলা প্রশাসক দ্রুত বাসভবনে ছুটে যান। পরে ট্রাফিক পুলিশের উপ-কমিশনার আবদুল্লাহ আল মামুন সেখানে গিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।