দেশে বৈদ্যুতিক ট্রেনের পারফরম্যান্স টেস্ট শুরু
আলোকিত প্রতিবেদক : দেশের প্রথম বিদ্যুৎচালিত মেট্রোরেলের পারফরম্যান্স টেস্ট শুরু হয়েছে।
মঙ্গলবার দুপুরে রাজধানীর উত্তরার দিয়াবাড়ি ডিপো এলাকার রেললাইনে এ টেস্ট শুরু হয়।
এ সময় ট্রেনটির ছয়টি বগি একত্রে প্রায় ৫০০ মিটার পথ পাড়ি দেয়।
এর আগে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে কার্যক্রমের উদ্বোধন করেন।
তিনি বলেন, মেট্রো রেললাইন নির্মাণ কাজ পুরোদমে এগিয়ে চলছে। কাজের সার্বিক গড় অগ্রগতি ৬৪ শতাংশের মত।
ট্রেনটি আগামী আগস্ট মাসে ডিপোর বাইরে ফ্লাইওভারে তোলা হবে। তারপর পূর্ণাঙ্গ পরীক্ষামূলক চলাচল হবে।
বিদ্যুৎ দিয়ে চলা প্রসঙ্গে মন্ত্রী বলেন, যে রেললাইনে ট্রেন চলেছে, তার ওপর বিদ্যুতের তার আছে। সেটির সাথে সংযোগ করা হয় ট্রেনটির।