‘গ্রিন জোন’ কাপাসিয়ায় আরও ১৬ জনের করোনা শনাক্ত
হাসিব খান : গাজীপুরের কাপাসিয়ায় আরও ১৬ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
তাদের মধ্যে ১১ জন উপজেলা সদরের বরুন রোড, কলেজ রোড, খোদাদিয়া, তরগাঁও ইউনিয়ন, রায়েদ ইউনিয়ন, কড়িহাতা ইউনিয়ন ও সনমানিয়া ইউনিয়নের বাসিন্দা। অপর পাঁচজন বাস করেন গাজীপুর সদরে।
এ নিয়ে কাপাসিয়ায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫০ জনে।
বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, গত ২ জুন ৬৩ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। তাদের মধ্যে ১৬ জনের রিপোর্ট পজিটিভ আসে।
এ পর্যন্ত এক হাজার ৫০৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। আর সুস্থতার সংখ্যা অপরিবর্তিত অর্থাৎ ৭৫ জন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসমত আরা আলোকিত নিউজকে বলেন, কাপাসিয়াকে আগামী সপ্তাহে গ্রিন জোন হিসেবে লকডাউন করা হবে। রায়েদ ইউনিয়নের ৩ ও ৭ নং গ্রাম নিয়ে কাজ শুরু হবে।