প্রাসাদ ছেড়ে নৌবাহিনীর জাহাজে লঙ্কান প্রেসিডেন্টের আত্মগোপন
ডেস্ক নিউজ : প্রচণ্ড জনরোষের মুখে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে সরকারি প্রাসাদ ছেড়ে নৌবাহিনীর একটি জাহাজে আত্মগোপন করেছেন।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্রের বরাত দিয়ে বিবিসির খবরে এ তথ্য তুলে ধরা হয়েছে।
এর আগে শনিবার গোতাবায়ার পদত্যাগের দাবিতে বিক্ষোভকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে তার প্রাসাদ ঘেরাও করেন।
ওই দিন বর্তমান প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের বাসভবনও আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়।
গত মে মাসে বিক্ষোভের মুখে গোতাবায়ার বড় ভাই প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে পদত্যাগ করতে বাধ্য হন।
ব্রিটেনের কাছ থেকে ১৯৪৮ সালে স্বাধীনতা লাভের পর দুই কোটি ২০ লাখ জনসংখ্যার শ্রীলঙ্কায় সবচেয়ে ভয়াবহ আর্থিক সংকট দেখা দিয়েছে।