শ্রীপুরে মেধাবীর খোঁজে ঊষা বৃত্তি

শাহাদাত হোসেন সাদেক, শ্রীপুর : তুখোড় মেধাবীর খোঁজে গাজীপুরের শ্রীপুরে ঊষা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী কলেজ ও মাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষায় তিনটি ক্যাটাগরিতে আড়াই হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে।

শ্রীপুরে ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন (ঊষা) পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের একটি সংগঠন।

ঊষার সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন নাঈম জানান, প্রতিযোগিতামূলক পরিবেশে মেধাবীদের এগিয়ে রাখাই পরীক্ষার মূল উদ্দেশ্য। এক ঘণ্টা ২০ মিনিটের পরীক্ষায় ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

১৫ দিনের মধ্যে শ্রীপুরে ঊষার কার্যালয়ে পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। সাতটি শ্রেণিতে ১০ জন করে ৭০ জনকে নির্বাচিত করা হবে। ঈদুল আজহার পরদিন উত্তীর্ণদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে।

শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নূরুন্নবী আকন্দ, মিজানুর রহমান খান মহিলা কলেজের সহকারী অধ্যাপক মোস্তাহাদিউল আলম হ্যাপী, সহকারী পুলিশ সুপার অরাফাতুল ইসলাম মণি ও প্রভাষক ফেরদৌসী কলেজ কেন্দ্র পরিদর্শন করেন।

আরও খবর