কাপাসিয়ায় নার্সদের অদক্ষতায় প্রসূতি নার্স ও নবজাতকের মৃত্যু
আলোকিত প্রতিবেদক : গাজীপুরের কাপাসিয়ায় সন্তান প্রসবে নার্সদের অদক্ষতায় এক প্রসূতি নার্স ও নবজাতকের মৃত্যু হয়েছে।
মাতৃমৃত্যু মুক্ত মডেল হাসপাতাল হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক পদকপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত সোমবার এ ঘটনা ঘটে।
নিহত আসমা আক্তার উপজেলার তরগাঁও ইউনিয়নের ধলাগড় ব্রিজ এলাকার সৌদি প্রবাসী জাহিদুল ইসলামের স্ত্রী।
খোঁজ নিয়ে জানা যায়, গত রবিবার সকালে প্রসবব্যথা শুরু হলে আসমা নিজ কর্মস্থল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। পরে ডাক্তার ও নার্সরা তার শরীরে দুটি ইনজেকশন পুশ করে স্বাভাবিকভাবে প্রসব করানোর চেষ্টা করেন।
দীর্ঘ চেষ্টার পর আসমা বিকেলে মৃত কন্যা সন্তান প্রসব করেন। কিন্তু কয়েক ঘণ্টা পর শিশুটি মারা যায়।
এরপর আসমার অতিরিক্ত রক্তক্ষরণ হলে কর্তব্যরত চিকিৎসক ঢাকায় নেওয়ার কথা বলেন। পরে উত্তরার হাইকেয়ার হাসপাতালে নেওয়া হলে রাতে তার মৃত্যু হয়।
গত সাত বছর আগে সিজারের মাধ্যমে আসমার প্রথম সন্তান জন্ম নেয়। কিন্তু তার সহকর্মীরা বিষয়টি গুরুত্ব না দেওয়ায় মৃত্যুর ঘটনা ঘটে বলে অভিযোগ।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুস সালাম সরকার জানান, অপরিণত বয়সের সন্তান প্রসবে বলপ্রয়োগ করায় আসমার রক্তক্ষরণ বন্ধ করা সম্ভব হয়নি। জরায়ু ক্ষতিগ্রস্ত হওয়ায় পরামর্শ অনুযায়ী ঢাকায় নিতে দেরি হওয়ায় তিনি মারা যান।