নির্বাচনের সংবাদ সংগ্রহে বাধা দিলে ৩ বছরের জেল
আলোকিত প্রতিবেদক : নির্বাচনের সময় সংবাদ সংগ্রহে সাংবাদিকদের নিরাপত্তা দেওয়ার লক্ষ্যে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশে বিশেষ বিধান যুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে।
প্রস্তাব অনুযায়ী, দায়িত্ব পালনে বাধা দিলে সর্বনিম্ন এক বছর ও সর্বোচ্চ তিন বছরের জেল এবং জরিমানা করা হবে।
রবিবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, আপনারা আমাদের চোখ-কান। আমাদের বদলে আপনারা হাজির থেকে সংবাদগুলো সঠিকভাবে কাভার করেন।
ইসি আহসান হাবিব বলেন, আপনাদের দায়িত্ব পালনে যদি কেউ বাধাগ্রস্ত করে, হেনস্তা করে এবং ইকুইপমেন্ট ও সঙ্গী-সাথীদের ক্ষতি করার চেষ্টা করে, তাহলে সর্বোচ্চ তিন বছরের জেলের বিধান রাখা হয়েছে।