কাপাসিয়ায় এসএসসির ফরম পূরণে বাণিজ্য ধরলেন ইউএনও

শামসুল হুদা লিটন, কাপাসিয়া : গাজীপুরের কাপাসিয়ায় এসএসসি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় রবিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসমত আরা বিভিন্ন স্কুল ও মাদ্রাসা প্রধানদের ডেকে সতর্ক করেছেন।

এর আগে অভিযোগ পেয়ে তরগাঁওয়ের চিনাডুলি এম আর উচ্চ বিদ্যালয়ে সরেজমিনে তদন্ত করেন তিনি।

ইউএনও জানান, ওই স্কুলে নৌকা পারাপার ও আইসিটি বাবদ ২০০ টাকা এবং মসজিদ বাবদ ২০০ টাকাসহ বিভিন্ন খাতে অতিরিক্ত ফি আদায়ের সত্যতা পাওয়া গেছে।

এ ছাড়া কপালেশ্বর উচ্চ বিদ্যালয় ও বীরউজলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধেও অভিযোগের সত্যতা পাওয়া গেছে।

পরে প্রধান শিক্ষকদের ডেকে এনে আগামী ২৪ ঘণ্টার মধ্যে অতিরিক্ত ফি অভিভাবকদের কাছে ফেরত দিতে বলা হয়েছে।

তিনি আরও জানান, কয়েকটি মাদ্রাসা প্রধানের বিরুদ্ধেও অভিযোগ তদন্ত করা হচ্ছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও খবর