ওজনে কারচুপি : গাজীপুরের রিয়াদ ফিলিং স্টেশনকে জরিমানা

আলোকিত প্রতিবেদক : ওজনে কারচুপির দায়ে গাজীপুরের রিয়াদ ফিলিং স্টেশনকে ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান ও বিএসটিআইয়ের সহকারী পরিচালক লিয়াকত হোসেনের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।

এ সময় মেসার্স রিয়াদ অ্যান্ড কোং সিএনজি ফিলিং স্টেশনের একটি অকটেন ও দুটি ডিজেল ইউনিটে প্রতি পাঁচ লিটারে ৩৪০, ৩০০ ও ২৯০ মিলিলিটার করে কম দেওয়ার চিত্র ধরা পড়ে।

এ ছাড়া মেসার্স ইউনিয়ন ট্রেডিং কর্পোরেশন ও মেসার্স মুকুল ফিলিং স্টেশনের আন্ডারগ্রাউন্ড স্টোরেজ ট্যাংকের ক্যালিব্রেশন চার্ট হালনাগাদ না থাকায় ১০ হাজার টাকা করে জরিমানা করেন আদালত।

নগরীর ওয়্যারলেস এলাকার রডের দোকান মেসার্স বিএস ট্রেডার্সকেও ৫০০ কেজি ওজনের ডিজিটাল স্কেলের ভেরিফিকেশন সার্টিফিকেট না থাকায় পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

আরও খবর