ডায়াবেটিস রোগের ইনসুলিনও বিনামূল্যে দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

আলোকিত প্রতিবেদক : স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, সবার জানা প্রয়োজন, শহর বা গ্রামের প্রতিটি হাসপাতাল থেকেই এখন বিনামূল্যে ডায়াবেটিস রোগের প্রায় সব ওষুধ ও চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।

তিনি বলেন, খুব দ্রুতই ডায়াবেটিস রোগের ইনসুলিনও বিনামূল্যে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। মানুষ ঘরের পাশে থাকা যে কোন হাসপাতাল বা কমিউনিটি ক্লিনিকেই পাবেন।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের নন-কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম ও বাংলাদেশ ডায়াবেটিস সমিতি আয়োজিত গোলটেবিল বৈঠকে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি আরও বলেন, দেশের মাত্র ১২ ভাগ মানুষের ডায়াবেটিস এখন নিয়ন্ত্রণে রয়েছে। অনেক মানুষই টাকার অভাবে চিকিৎসা করাতে হাসপাতালে যান না।

আরও খবর