গ্রামে গিয়ে জমি চাষ করেন : যুবলীগ নেতা-কর্মীদের প্রধানমন্ত্রী

আলোকিত প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপির অনেক নেতা মানি লন্ডারিং, লুটপাট, দুর্নীতির কথা বলেন। তারেক জিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের এফবিআই এসে সাক্ষ্য দিয়ে গেছে।

তিনি বলেন, মানি লন্ডারিং মামলায় তারেক জিয়া সাত বছরের সাজাপ্রাপ্ত। তাদের মুখে এ সমালোচনা মানায় না।

শুক্রবার যুবলীগের ৫০ বছর পূর্তি উপলক্ষে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত মহাসমাবেশে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

যুবলীগ নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, দেশের সেবা করতে হবে, মানুষের সেবা করতে হবে। প্রত্যেক নেতা-কর্মীকে বলব, নিজের গ্রামে যান, নিজের জমি চাষ করেন।

নেতা-কর্মীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, অন্যের জমিতে যাতে উৎপাদন হয়, তা নিশ্চিত করতে হবে। যে কোন চাষ, সবজি, গাছপালা লাগাতে হবে।

রিজার্ভের টাকা প্রসঙ্গে তিনি বলেন, দেশের উন্নয়নে রিজার্ভের টাকা ব্যবহার করা হয়েছে। কাজেই এ টাকা বাইরে যায়নি।

সমাবেশে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামশ পরশের সভাপতিত্বে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু, সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, জাহাঙ্গীর কবির নানক প্রমুখ।

আরও খবর